বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫   চৈত্র ১৯ ১৪৩১   ০৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৩

কুয়েটের প্রো-ভিসিসহ ৯ জন বরখাস্ত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রোভিসিসহ দুই শিক্ষক এবং সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুয়েটের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন।

এরমধ্যে কুয়েটের সাবেক উপউপাচার্য (প্রোভিসি) প্রফেসর ড. সোবহান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে বৃহস্পতিবার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতিসহ পৃথক পৃথক অভিযোগ আনা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন—উপ রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী দোলন, দেবাশীষ মন্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জিএম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার মো. ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মো. মেহেদী হাসান রাজন ও অফিস সহায়ক সত্যজিত কুমার দত্ত।

এই বিভাগের আরো খবর