বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫   চৈত্র ১৯ ১৪৩১   ০৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮১

কুমিল্লায় শহীদ মিনারে ভাঙচুর

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫  

শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা

শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে থাকা শহীদ মিনারটির তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলে তারা।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। 

 

কলেজ সূত্রে জানা গেছে, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত সাড়ে ১২টার দিকে সবাই ক্যাম্পাস থেকে চলে যান। রাত ২টার দিকে বিকট শব্দ পেয়ে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে যান। তিনি দেখতে পান, শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা।

 

শুক্রবার দুপুরে গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ‍“শহীদ মিনারে ফুল দেওয়ার পর আমরা চলে যাই। গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে যায়। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

 

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর