শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫২

কুমিল্লায় ‘বিষাক্ত পোকার কামড়ে’ গৃহবধূর মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২  

কুমিল্লার হোমনা উপজেলায় ‘বিষাক্ত পোকার কামড়ে’ এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার জানান।

তবে কোন ধরনের ‘পোকা’ তাকে কামড়িয়েছে তা চিকিৎসক বলতে পারেননি।


মৃত শিউলি আক্তার (৩৬) হোমনার আসাদপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের মো. ইসমাইলের স্ত্রী।

ইসমাইল বলেন, শনিবার রাতে তার স্ত্রী ঘুমানোর পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে জাগেন। পরে শৌচাগারে যাওয়ার পথে তার উরুতে একটি পোকা কামড় দেয়। তাৎক্ষণিক হাতে চাপ দিয়ে পোকাটি শরীর থেকে ফেলেও দেন তিনি।

“ততক্ষণে তার সারা শরীর যন্ত্রণায় ছেয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে মলম লাগান ক্ষত স্থানে। এতে ব্যথার কিছুটা উপশম হলেও কয়েকবার বমি করেন।


তিনি জানান, অবস্থার অবনতি হলে রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ঘণ্টাখানেক পরই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, অজানা কোনো বিষাক্ত পোকার কামড়েই তার মৃত্যু হয়েছে। তবে কী ধরনের পোকায় তাকে কামড়েছে তা বলা মুশকিল। অনেক দেরি করে হাসপাতালে আনা হয়েছে; চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

হোমনা থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, চিকিৎসক বিষাক্ত ও অজানা পোকার কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। শিউলি আক্তারের স্বামী, বাবা-মা, ভাইয়ের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই সাধারণ ডায়েরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর