শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯২

কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙ্গে ১১৯০ শনাক্ত, মৃত্যু ৮ জনের

সাইফুল ইসলাম ফয়সালঃ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

কুমিল্লায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ১১৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৮ জনের। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫০ জনে।

 মঙ্গলবার  (৩ আগস্ট ) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন তিনজনএবং মনোহরগঞ্জে  দুইজন  মারা গেছেন। এছাড়া দেবিদ্বারের, ব্রাহ্মণপাড়ায়,দাউদকান্দি উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে তিনজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,সোমবার (২ আগস্ট ) বিকেল থেকে মঙ্গলবার  বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩ হাজার ৭৩২টি নমুনা পরীক্ষায় ১১৯০ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ২৭৮ জনে।আক্রান্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৩৫২ জন, আদর্শ সদরে ৩৭ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৪২ জন, চান্দিনায় ৪৫জন, চৌদ্দগ্রামে ২৩ জন, দেবিদ্বারে ৫৩ জন, দাউদকান্দিতে ৬৯ জন, লাকসামে ৭৮ জন, লালমাইতে ৪৫জন, নাঙ্গলকোটে ৬৯জন, বরুড়ায় ৯৬ জন, মনোহরগঞ্জে ৩৪জন, মুরাদনগরে ৬৮ জন, মেঘনায় ২৫ জন, তিতাসে ২৯ জন এবং হোমনা উপজেলার ৫৪ জন রয়েছেন।

এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৫৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭১ জন।

এই বিভাগের আরো খবর