সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

‘কাসেমিরো বড় মাপের ফুটবলার নয়, দামটা বেশিই হয়ে গেছে!’

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

রিয়াল মাদ্রিদ ভক্তদের কাঁদিয়ে সদ্যই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন কাসেমিরো। স্পেনের শীর্ষ ক্লাবটিতে যাত্রাটা শুরু হয়েছিল ২০১৩ সালে।  মাত্র ৬০ লাখ ইউরোয় রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ৩০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তখন তার বয়স ছিল ২২ বছর।


এরপর ৯ বছর কাটিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে সাত কোটি ইউরোতে তিনি যোগ দিলেন ওল্ড ট্র্যাফোর্ডে।
৯ বছরে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগাসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন কাসেমিরো। তার পরও তাকে এত দাম দিয়ে ইউনাইটেডে নিয়ে যাওয়ার পক্ষপাতী নন সাবেক লিভারপুল অধিনায়ক ও ফুটবল বিশ্লেষক গ্রায়েম সাউনেজ।  তার মতে, রিয়ালের হয়ে অনেক দলগত অর্জন থাকলেও কাসেমিরো আসলে তেমন বড় কোনো খেলোয়াড় নন। তার সাফল্যে নাকি সতীর্থদের ভূমিকাই বেশি। তা ছাড়া কাসেমিরোর এখন যে বয়স, তাতে এত বেশি টাকাও নাকি তার প্রাপ্য নয়! 

গ্রায়েম সাউনেজ বলেছেন, ‘সে বড় খেলোয়াড় নয়; বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছে। নিজে কখনোই বড় খেলোয়াড় ছিল না। আমার মনে হয়, সে এমন একজন খেলোয়াড়, যতটুকু দরকার ততটুকু খেলতে পারে। এতে ইউনাইটেডের মাঝমাঠ আরো শক্তিশালী হবে। কিন্তু লম্বা পাসিংয়ে মনে হয় না কাসেমিরো খুব ভালো করতে পারবে। এ জন্য অন্যদের খুব একটা সহায়তাও করতে পারবে না। রিয়ালের মাঝমাঠে কিন্তু বল দখলে রাখা খেলোয়াড়ে ভর্তি ছিল। তার বয়স কিন্তু ৩০ পার হয়ে গেছে। এই বয়সে সাত কোটি ইউরো অনেক বেশি। ’

এই বিভাগের আরো খবর