বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৩

কামাল হোসেন কালো টাকা সাদা করেছেন: নানক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

দেশের প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন কালো টাকা সাদা করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যায়, তখন জনভিত্তিহীন কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করে। ড. কামাল হোসেন সাহেবের মতো মানুষ, বার্গম্যানদের মতো মানুষ, তারেক রহমানদের মতো মানুষ জনসমর্থন হারিয়ে এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। যখন বড় বড় কথা বলেন, তখন তারা ভুলে যান এই কামাল হোসেন সাহেবও কালো টাকা সাদা করেছেন।’

মঙ্গলবার (১৩ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন  নানক।


পঁচাত্তর পরবর্তী কামাল হোসেনের ভূমিকার সমালোচনা করে নানক বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, দেশে না থাকায় তার কন্যা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে যান। তখন তার রক্তের ওপর দাঁড়ানো খুনি মোশতাক-জিয়ার সরকারের এই কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি একটি নিন্দাও জানাননি, এমনকি ওই অবৈধ সরকারের বিরুদ্ধে অনাস্থা দেখানোর মতো সৎ সাহস দেখাননি।’

তিনি বলেন,  ‘যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, ষড়যন্ত্র করতে চান, বিরাজনীতিকরণ করতে চান, তাদের আমরা বলতে চাই—বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সতর্ক আছে। আমরা বলতে চাই, দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতিকে এগিয়ে নিতে যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, সব বাধা ভেঙে চুরমার করে সামনের দিকে আমরা বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাবো।’

সভায় ছাত্রলীগের প্রশংসা করে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সত্তরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের সময়, দেশে হয়ে যাওয়া প্রলয়কারী ঘূর্ণিঝড়ের সময়, বঙ্গবন্ধু নির্বাচনি প্রচারণা বন্ধ করে দুর্গতদের পাশে দাঁড়ানোর উদাহরণ তুলে ধরেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগকে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ নিকট অতীতে যেভাবে আমাদের মুগ্ধ করেছে, আমরা প্রত্যাশা করি, সামনের দিনগুলোতেও তারা মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার মধ্য দিয়ে এগিয়ে যাবে। সংগঠনকে শক্তিশালী করবে।’

মানবিক কারণে এবং ঈদুল আজহা উদযাপনের জন্য চলমান কঠোর লকডাউন ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে বলে জানান তিনি।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই কঠিন সময়ে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ধারাবাহিকতাকে সামনে রেখে, বিশেষ করে বন্যার ঘনঘটা শুরু হচ্ছে, এ সময় ছাত্রলীগকে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে জীবন ও জীবিকার প্রয়োজনে লকডাউন শিথিল করা হয়েছে। অতীতে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, লকডাউন যখন শিথিল হচ্ছে তখনও ছাত্রলীগ যাতে তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করে, মানুষকে যাতে ক্ষুধার কষ্ট পেতে না হয়, সেজন্য দুস্থ মানুষদের সহযোগিতা করবে তারা। ছাত্রলীগ সারাদেশে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সকলকে সঙ্গে নিয়ে মানুষকে সচেতন করবে, সহযোগিতা করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু ও শাহাবুদ্দিন ফরাজি।

এই বিভাগের আরো খবর