রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৬

কাবা শরিফে রহমতের বৃষ্টির জন্য পড়া হবে নামাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তাই স্বভাবতই দেশটিতে বৃষ্টির দেখা পাওয়া যায় খুবই কম। মাঝে মাঝে বহুদিন দেখা পাওয়া যায়না বৃষ্টির। অতিরিক্ত গরমে মানুষের জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। ক্ষতি হয় ফসলের। তাই প্রতিবছর দেশটিতে খরা দেখা দিলে একাধিকবার ইসতিসকার নামাজ আদায় করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়।

বৃষ্টির জন্য দোয়া করে আগামী ৩১ অক্টোবর দেশটিতে পবিত্র কাবা শরিফে ইসতিসকাসের নামাজ আদায় করা হবে। স্বয়ং সৌদির বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের এক রাজকীয় ফরমানে এ নামাজ আদায় করা হবে। এক বিবৃতিতে দেশের প্রত্যেক নাগরিককে নবীর সুন্নাহ অনুসরণে এ নামাজ আদায় করার জোর আহ্বান জানান বাদশাহ।