সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৬

কাদেরকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’, জোনায়েদ সাকিকে প্রতিরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করায় গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ নিজের ফেসবুক পেজে এমন ঘোষণা দেন। আজ (রোববার) থেকে ঢাকা শহরের যেখানে জুনায়েদ সাকিকে পাওয়া যাবে, সেখানেই তাকে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

নিজের ফেসবুক পেজে রিয়াজ উদ্দিন রিয়াজ লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরকে নিয়ে মন্তব্য করার সাহস পায় কোথায়? আগামীকাল থেকে ঢাকা শহরে জুনায়েদ সাকিকে যেখানে পাব সেখানেই প্রতিরোধ করব।’

প্রসঙ্গত, শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে ওবায়দুল কাদের ও হিরো আলমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন জুনায়েদ সাকি।

এই বিভাগের আরো খবর