শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৪

করোনা থেকে সুস্থ ৩৮ লাখ ৪১ হাজারের বেশি মানুষ

নুরুল আফছার,

প্রকাশিত: ১২ জুন ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৫ লাখ ৯৫ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে আট লাখ ১৬ হাজার ৮৬ জন, ব্রাজিলে তিন লাখ ৯৬ হাজার ৬৯২, রাশিয়ায় দুই লাখ ৬১ হাজার ১৫০, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৭১ হাজার ৩৩৮, জার্মানিতে এক লাখ ৭১ হাজার ২০০, তুরস্কে এক লাখ ৪৭ হাজার ৮৬০, ইরানে এক লাখ ৪২ হাজার ৬৬৩, মেক্সিকোয় ৯৮ হাজার ৬৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৬৫ এবং ফ্রান্সে ৭২ হাজার ১৪৯ জন।

এ ছাড়া কানাডায় ৫৭ হাজার ৬৫৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৮০০, বেলজিয়ামে ১৬ হাজার ৪৫৩, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৯৪৯, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬৬৯, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭৭৭ এবং মালয়েশিয়ায় সাত হাজার ৬৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ২৩ হাজার ৮১১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই বিভাগের আরো খবর