রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

করপোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে বাড়ছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৩০ মে ২০২২  

নওগাঁর হাটগুলোতে বেড়েছে ধানের সরবরাহ। পাশাপাশি সপ্তাহ ব্যবধানে সব ধরনের ধান মণপ্রতি ১৫০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে করপোরেট প্রতিষ্ঠানগুলো সরাসরি ধান কেনায় চালের বাজার ঊর্ধ্বমুখী।

ধানের দাম ভালো পেয়ে খুশি হলেও প্রাকৃতিক দুর্যোগে ফলন কম হয়েছে বলে দাবি কৃষকদের।
ধানের সরবরাহ বাড়ায় ব্যাপারীদের উপস্থিতিও বেড়েছে হাটে। ব্যবসায়ীরা বলছেন, করপোরেট প্রতিষ্ঠানগুলো সরাসরি ধান কেনায় বাড়তি দরে কিনতে হচ্ছে ধান।
 
হাটে মোটা জাতের ধান ১ হাজার ৩২০ টাকা এবং চিকন কাটারি, জিরা ও মিনিকেট ১ হাজার ৪৫০ টাকা মণ বিক্রি হচ্ছে। চাষিরা বলছেন, এবার নানা কারণে ধান উৎপাদনে বেড়েছে খরচ।
কৃষকরা বলছেন, এক বিঘা জমিতে ৬-৭ হাজার টাকা বাড়তি খরচ হয়েছে।
 
জেলা কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে অন্তত সাড়ে চার লাখ মেট্রিক টন ধানের ফলন কম হয়েছে।

এই বিভাগের আরো খবর