বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯১

কমেডি ক্লাবের দুর্দান্ত যাত্রায় থাকছে জবি শিক্ষার্থী রাশেদ

মাহির আমির মিলন, জবি প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

মীরাক্কেল খ্যাত আনোয়ারুল আলম সজলের উপস্থাপনায় এবং নুর হোসাইন হীরা'র প্রযোজনায় শুরু হয়ে গেলো বাংলাদেশের প্রথম দর্শকদের  উপস্থিতিতে প্রপার স্ট্যান্ড আপ কমেডি শো "কমেডি ক্লাব"।

আজ ৪ সেপ্টেম্বর ২০২১ থেকে প্রতি শনিবার নিয়মিত সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে প্রচারিত হবে আরটিভির পর্দায় অনুষ্ঠানটি। যার শুরুতে মঞ্চ আলোকিত করবেন জবির রাশেদ। 

ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা আয়োজিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের ১০ম আসরের দ্বিতীয় পর্বেই ‘রসিক রত্ন’ সম্মান জিতে নিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী আফনান আহমেদ রাশেদ। ইতিমধ্যে সবার নজর কেড়েছেন ভালো পারফরম্যান্স করে। 

পারফরমার হিসেবে থাকছে, শাওন মজুমদার, তারেক মাহমুদ, ইশতিয়াক  নাসির, মোঃ পরশ, ইমদাদুল হক হৃদয়, মোহাম্মদ তৌহিদ মুন্না, আফনান আহমেদ রাশেদ সহ আরও দেশের একঝাঁক সেরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা।

এ প্রসঙ্গে আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভি সবসময় সুস্থ বিনোদন এবং সচেতনতামূলক কাজের প্রতি যত্মশীল। 'কমেডি ক্লাব’ও একটি কৌতুক প্রধান সচেতনতামূলক অনুষ্ঠান যার মাধ্যমে আমাদের চারপাশের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরা হবে। এতে করে মানুষ যেমন আনন্দ পাবে তেমনি সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়তে দিকনির্দেশনা পাবে।’

এই বিভাগের আরো খবর