রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২৩ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪

কমলগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ:

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৪  

শনিবার (৭ ডিসেম্বর)  বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ  উপজেলার ভানুগাছ সার্বজনীন দূর্গাবাড়ী ও খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

 

দীর্ঘ দেড় যুগ পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহ্বায়ক  কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব), ভিপি মিজানুর রহমান মিজান, মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া, এড. আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া, মোয়াজ্জেম হোসেন মাতুক প্রমূখ।

 

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।এসময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর