শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৯

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ দ্বিতীয় দফায় ভোট জম্বু ও কাশ্মীর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম 

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪  

গত 18, ই সেপ্টেম্বর ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট পর্ব মিটে যাওয়ার পর,আজ দ্বিতীয় পর্ব এর ভোট শুরু হবে সকাল আট ঘটিকায়।কড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে আজ 26, টি বিধান সভা কেন্দ্রের নির্বাচন হবে।

মোট তিন টি জেলার মধ্যে বদগাম,গাডেববাল শ্রীনগর। এবং রইসি,রাজৌরি এবং পুঞ্জ রয়েছে।মোট ভোটার সংখ্যা 25,লাখ 78, হাজার।মোট প্রার্থী 239,জন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওমর আবদুল্লা। যিনি সাবেক মুখ্যমন্ত্রী ভারতের জম্বু ও কাশ্মীরের। এবং জম্বু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পার্টির চেয়ারম্যান।

তিনি মোট দুই টি কেন্দ্রে লড়াই করছেন একটি বদগাম ও গাডেরবাম বিধান সভা। ভারতের জম্বু ও কাশ্মীরের মোট বিধান সভা 90, টি।তার মধ্যে গত 18, ই সেপ্টেম্বর ভোট হয়েছে 24, টি কেন্দ্রে।আজ ফের ভোট শুরু হয়েছে মোট 26, টি কেন্দ্রে। বাদবাকি 40, টি কেন্দ্রে র ভোট গ্রহণ হবে আগামী 1,লা অক্টোবর। ভোট গননা হবে 4, ই অক্টোবর। এবার নির্বাচনে অংশ নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্স এবং মেহবুবা মুফতি র পি ডি পি। ভারত এর জম্বু ও কাশ্মীরের বিধান সভার শেষ ভোট হয় আজ থেকে 10, বছর আগে।তার বিজেপি কেন্ত ক্ষমতা আসে এবং জম্বু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা 356,ধারা প্রয়োগ করে বিষয় ক্ষমতা কেড়ে নেয় জম্বু ও কাশ্মীরের।

সেখানে রাষ্ট্রপতি শাসন চালু করে। দীর্ঘ সময় ধরে ভারতের জম্বু ও কাশ্মীরের পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী লড়াই চলছে। বহু মানুষ হতাহত হয়েছে। বহু নিরীহ মানুষের প্রাণ হারিয়েছেন। এবং জঙ্গিগোষ্ঠী বহু নিহত হয়েছেন।

সেই সঙ্গে ভারতের সামরিক বাহিনীর বহু সদস্য শহীদ হয়েছেন। তার পর ঠিক দশ বছর পর জম্বু ও কাশ্মীরের সাধারণ নির্বাচন ঘোষনা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব কুমার। আজ কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে সকাল আটটা থেকে। আগামী 4 ই অক্টোবর ভারতের জম্বু ও কাশ্মীরের ক্ষমতায় আসতে চলেছে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।

এই বিভাগের আরো খবর