বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৯

এম কে আনোয়ার ছিলেন আমাদের জন্য অনুকরণীয়: ফখরুল

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি আমাদের সবার জন্য ছিলেন অনুকরণীয়। যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে তখনই মরহুম এম কে আনোয়ার গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছেন।

সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, অত্যাচারীর রক্তচক্ষু তার দৃঢ় মনোবলকে দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শ ও উদ্যোগ। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনই কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত করেননি। নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যাণমূলক কাজসহ সার্বিক উন্নয়নে তার অবদান স্মরণীয়।

তিনি বলেন, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের উত্তরণের সাহসী সংগ্রামে এম কে আনোয়ারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 

এই বিভাগের আরো খবর