বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৫

এক বছর পর মাঠে ফিরে ‘খুবই খুশি’ নেইমার

স্পোর্টস ডেস্ক 

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪  

হাঁটুর ইনুজুরির কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার। গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে দেখা যায় তাকে।

মাঠে ফিরতে পেরে বেশ উৎফুল্ল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি… সবসময়ই আমার একটি ভালো দল থাকে। আমি খুবই খুশি যে, আমি ফিরেছি! আমি ফিরেছি!’

আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে ৯ গোলের নাটকীয় ম্যাচে আল আইনকে ৫-৪ ব্যবধানে হারায় আল হিলাল। নেইমার মাঠে নামেন ম্যাচের ৭৭ মিনিটে। যদিও পরে কোনো গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে পারেননি তিনি।

আপাতত আল হিলালের হয়ে কেবল চ্যাম্পিয়নস লিগই খেলতে পারবেন নেইমার। বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনে সীমবদ্ধতা থাকায় জানুয়ারির আগে সৌদি প্রো লিগে দেখা যাবে না এই ফরোয়ার্ডকে।

গত বছরের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু পাঁচ ম্যাচ খেলেই বড় ধরনের চোটে পড়ে তিনি। যে কারণে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকাও খেলতে পারেননি এই ফরোয়ার্ড। নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে সেলেসাওরা।

এই বিভাগের আরো খবর