শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৮ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

ইসলামী আন্দোলনের কর্মসূচি: বায়তুল মোকাররমে র‍্যাব ও পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এ কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক র‍্যাব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। 

অন্যদিকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি বলেন, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার কোনো আশঙ্কা না থাকলেও সামনে যেহেতু নির্বাচন সেহেতু সার্বিক নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। আমরা জেনেছি তারা স্মারকলিপি পেশ করবে৷ তাদের কেন্দ্রীয় নেতারা এলে বিষয়টি নিয়ে আলোচনা করব।

এই বিভাগের আরো খবর