বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪

ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নজরুল ইসলাম,গাজীপুর

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪  

চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন- ইসকনের সাম্প্রদায়িক দাঙ্গা ও মুসলিম আইনজীবী এড. সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এবং সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় ভাওআলগড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের পাশ এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি মহিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মাওলানা আবু সাঈদ সুফি হুজুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক মোড়ল, শাকিল মোড়ল, আকরাম শেখ, জাহাঙ্গীর আলমসহ নেতা-কর্মী বৃন্দ। 

বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এতে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম উলামাসহ বিভিন্ন মসজিদের প্রায় কয়েক হাজার মুসল্লীরা অংশ নেন। 

এই বিভাগের আরো খবর