রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৩

ইবিতে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হলো বসন্ত উৎসব ১৪২৯

সাকিব আসলাম

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মনোমুগ্ধকর নানা আয়োজনের মধ্যদিয়ে বসন্ত উৎসব ১৪২৯ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা মঞ্চে বাংলা বিভাগের উদ্যাগে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক গাজী মোঃ মাহবুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান ও কোষাধ্য¶ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বসন্তই বিশ্বের বাসনা। বসন্তকে বাংলাদেশর মানুষ ছাড়াও সারা বিশ্বের মানুষ মনের বাসনায় ঋতুটাকে আন্দোলিত চিত্তে সমাজকে চালিত করে গড়ে তুলে। স্রষ্টার নিকট প্রার্থনা করছি, বাঙালী যেন বসন্তেই বসবাস করে। বাংলাদেশে বাউল নীতি পরিবারে মনে হয় যারা সংস্কৃতি নিয়ে চর্চা করে, ধারণ করে, পরিপুষ্ট করে তাদের মধ্য শীর্ষে আমাদের বিশ্ববিদ্যালয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, শি¶ক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন'সহ বিভিন্ন বিভাগের শি¶কবৃন্দ ও শি¶ার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বর্ণাঢ্য আয়োজনে শুভযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বই মেলা প্রদর্শন করা হয়। বাঙালী সংস্কৃতির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি শি¶ার্থীদের সাজ-সজ্জার মাধ্যমে ফুটে উঠেছে।

এই বিভাগের আরো খবর