শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০১

ইতালিতে শিশু শিক্ষা প্রদর্শনী কোরআন খতম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯  

ইতালিতে বেড়ে উঠা শিশুকিশোরদের নিয়ে ইসলামী শিশু শিক্ষা প্রদর্শনী ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) মাদ্রাসাতুল পালেরমোর উদ্যোগে স্থানীয় বর্গ ভেইক্ষ জামে মসজিদে এ আয়োজনের ব্যবস্থা করা হয়।


মাদ্রাসাতুল পালেরমোর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী শামিম আহমেদের তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুন নূর। মাহতাব চৌধুরীর উপস্থাপনায় শিশু শিক্ষা প্রদর্শনীর মধ্যে ছিল মুখস্থ কোরআন তেলাওয়াত, দৈনন্দিন জীবনের ব্যবহারিক দোয়া, হামদ নাত কেরাতসহ খাবার গ্রহন, ঘুমানোর ও মসজিদের সুন্নাহ, আজান-ইকামত, অজু ও নামাজ প্রভৃতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয়নেতাসহ কমিউনিটির সন্মানিত

ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, শিশুদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হলে একদিন তারাই এ জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

শিশুদের মনমানসিকতা ইসলামের প্রতি মহব্বতসহ যাবতীয় ইসলামী চেতনায় উজ্জীবিত করে তোলাই মূলত ইসলামী শিক্ষা।

শিশু কিশোর ও অভিভাবকসহ সকলের উপস্থিতিতে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। খতমে কোরআন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহেদ আহমেদ।