বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩০

ইকবাল হোসেন সবুজের ট্রাক প্রতিকে নির্বাচনি গণসংযোগ ও পথসভা

নজরুল ইসলাম, গাজীপুর উত্তর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ সংসদ নির্বচনে গাজীপুর -৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বরমী ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও পথসভা করেছেন।

২৬শে ডিসেম্বর সকাল থেকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার থেকে ট্রাক প্রতিকে নির্বাচনি পথ সভা ও গণসংযোগ করেন।

উক্ত পথ সভায় স্বতন্ত্র প্রর্থী ইকবাল হোসেন সবুজ বলেন, আমার পূর্বে যারা এই আসনে ক্ষমতায় ছিলেন তারা এই অঞ্চলে জমি দখল ও চাঁদাবাজির মহোৎসব করেছেন। যারা আমাকে হত্যার চেষ্টা করেছেন আমি তাদের বিরুদ্ধে প্রতিহিংসা করি নাই। আমি এই অঞ্চলকে ভূমি দখলদার, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার জন‍্য কাজ করছি। তাই আপনাদের সকলের কাছে আগামী জানুয়ারির ৭ তারিখে ট্রাক প্রতিকে ভোট চাই যাতে আপনাদের সার্বিক উন্নয়নে কাজ করতে পারি।

উক্ত পথ সভায় প্রার্থীর সঙ্গে ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাফিউদ্দিন মোড়ল, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমিন কবির হিমু, সাধারণ সম্পাদক হারুনুর রসিদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম সরকার, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বরমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আমজাদ পন্ডিদ, সাধারণ সম্পাদক খন্দকার হরুনর রসিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বরমী ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রধান সহ উপজেলা ও অত্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীরা।

এই বিভাগের আরো খবর