বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮

আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আভাস

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪  

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। সময়সীমার মধ্যে জমা দিতে না পারলে বিদ্যমান আয়কর আইন অনুসারে তাকে জরিমানা ও সুদ পরিশোধ করতে হবে।

তবে আগামী ৩০ নভেম্বরের এই সময়সীমা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান।

রোববার (৩ নভেম্বর) শেরই বাংলা নগরে এনবিআর এর সংবাদ সম্মেলন কক্ষে 'আয়কর  তথ্য-সেবা মাস- ২০০৪'  উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এই সম্ভাবনার কথা বলেন।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। গত বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়েছিল। এ বছরও কি এনবিআর সময় বাড়ানোর কোনো পরিকল্পনা করছে;  এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ার ম্যান বলেন, সময় বৃদ্ধি নিয়ে আমরা এখনো ভাবিনি। আমরা দেখি কী পরিমাণ রিটার্ন জমা হয়। যেহেতু জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিলাম, একটু তো বিগ্ন হয়েছে ।

তিনি বলেন, সময় বাড়ানো নিয়ে এনবিআর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করা হবে। তারা নীতিনির্ধারকেরা যদি রাজি হন, সময় বাড়লেও বাড়তে পারে। তবে সেটা আগাম বলার কোনো সুযোগ নেই।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, আয়কর মেলা আয়োজনের পরিবর্তে বিগত বছরের মতো এবারও দেশের সব কর অঞ্চলে নভেম্বর মাসজুড়ে সুষ্ঠু পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণের সেবা দেওয়া হবে।

তিনি বলেন, দেশের সকল করদাতাকে ই-রিটার্ন এবং অনলাইনে আয়কর দাখিলে উৎসাহিত করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর