মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

আসন্ন বৈশাখে

মোহাম্মদ আবুল বরকত ভূইয়া

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯  

ঢোলক বাজছে মনের মাঝে
বৈশাখ আসছে ঐ
ঘরের ভীতর চুপটি করে
ভাবছে আমার সই।

পানতা ইলিশ ভর্তা খাবে
করবে হই চই
মেলায় যাবে ঘুরবে ফিরবে
সঙ্গে আমায় লই।

সাদা শাড়ী লাল পাড়ে
আসবে সকল সই
পায়ে আলতা খোপায় ফুলে
করবে হই চই।

ঘোড়ায় চড়বে নাগর দুলবে
বলছে আমার সই
ভীড় চাপিয়ে গল্প করবে
একলা আমায় লই।

চাঁদ উঠবে ফুল ফুটবে
জ্যোস্নার আলো লই
আসন্ন বৈশাখে আনন্দে মাতবে
অপেক্ষা করছে সই।