বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৮

আল্টিমেটাম দিয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক সহকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪  

১৫ কর্মদিবসের আল্টিমেটাম দিয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শকও পরিবার কল্যাণ সহকারীরা 


মঙ্গলবার ২৭ আগষ্ট জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী নিয়োগবিধি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ ।

প্রধান সমন্বয়ক সোহেল হাসান বলেন,মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ২৫ শে আগষ্ট  জাতির উদ্দ্যেশে ভাষনের প্রতি সম্মান ও বিশ্বাস রেখে। দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগ/বন্যা পরিস্থিতি ও বাংলাদেশ সচিবালয়ের সামনে গত ২৫ শে আগষ্ট তারিখে অনাকাঙ্খিত (ছাত্র ও সমন্বয়কদের) উপর বর্বরোচিত হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের সামাজিক/ইলেক্ট্রিক মিডিয়া মাধ্যমে বিবৃতির প্রতি সম্মান রেখে। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে, আমরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত ২৮০০০, পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যান সহকারী (FWA)। আমাদের চাকুরীর শুরু থেকে আজ পর্যন্ত কোন নিয়োগ বিধি না থাকার কারনে সকল কর্মচারী সব ধরনের পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। যে পদে নিয়োগ সে পদে থেকেই বিদায়। এমন মর্মান্তিক বিষয়ে বারবার কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ বা আবেদন করলেও তারা আশ্বাসের পর আশ্বাস দিয়ে যুগের পর যুগ কাটিয়ে দিয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রন, মাতৃ-মৃত্যুরোধ, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী সেবায় একনিষ্ঠ ভাবে নিয়োজিত এই সমাজ গড়ার কারিগররা আজ বৈষম্যের যাতা কলে পিষ্ট হয়ে দেয়ালে পিঠ ঠেকেছে। আমাদের চাকুরীগত ন্যায্য অধিকার গুলো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই।

 পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের দাবি সমূহ:

১। শিক্ষাগত যোগ্যতা উন্নয়নসহ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) স্নাতক, গ্রেড-১১ ও পরিবার কল্যান সহকারী (FWA) এইচ.এস.সি গ্রেড-১৩) প্রস্তাবিত নিয়োগবিধি গেজেট প্রকাশ করতে হবে।

২। পদোন্নতি পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা (AUFPO) এবং পরিবার কল্যান সহকারী (FWA)
থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন TFPA) পদে ধারাবাহিক ভাবে পদোন্নতি ব্যবস্থা করতে হবে।

৩। নিয়োগ বিধিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদ হতে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে অনুমোদিত মোট পদ সংখ্যার আনুপাতিক হারে পদ সংখ্যা নির্ধারণ করতে হবে।
 ৪। নিয়োগবিধির গেজেট প্রকাশ করার পূর্ব পর্যন্ত সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা (AUFPO) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যান সহকারী (FWA) ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (প্রাক্তন TFPA) পদে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন বন্ধ করতে হবে।

এমতাবস্তায় আগামী ১৫ কর্মদিবসের মধ্যে আমাদের দাবি আদায় না হলে রিপোর্ট বদ্ধ ও কর্মবিরতি সহ পরবর্তী ধারাবাহিক কঠোর কর্মসূচী ঘোষনা করবে বলে সংবাদ সম্মেলনে বক্তারা জানান।

এই বিভাগের আরো খবর