বুধবার   ২৬ জুন ২০২৪   আষাঢ় ১৩ ১৪৩১   ১৯ জ্বিলহজ্জ ১৪৪৫

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০

আলীপুর আবাসিক হোটেল থেকে বনকর্মকর্তার মরা দেহ উদ্ধার

মোঃ সোহাগ খান কলাপাড়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৪  

পটুয়াখালীর মহিপুর থানাধীন   আলীপুরের ভাই-ভাই (আবাসিক) হোটেলের ১১ নং কক্ষ থেকে শফিকুর রহমান (৭০) নামের সাবেক এক বন কর্মকর্তার   লাশ উদ্ধার করা হয়েছে।


বুধবার (১২ জুন) সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

 নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

 
পুলিশ ও হোটেলসূত্রে জানা যায়, তিনি গত ২৩ সালের ডিসেম্বরে এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে থাকতেন। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয় তারা। এসময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার লাশ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন  তালুকদার, দৈনিক তরুণ কন্ঠ কে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙে লাশ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত চলছে। 

এই বিভাগের আরো খবর