বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১১ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৬

আ.লীগ থেকে পদত্যাগ করলেও বঙ্গবন্ধুর রাজনীতি করব

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন তার শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়ে রাজনীতি করব।’

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘রাজনীতিতে আজকে দুর্বৃত্তায়ন চলছে। অরাজনৈতিকদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নোয়াখালীর রাজনীতির এই দুরবস্থা এবং একরাম চৌধুরীর অপকর্মের জন্য মেরুদণ্ডহীন সভাপতি খায়রুল আনম সেলিম দায়ী। এরপর কোম্পানীগঞ্জের রাজনীতির আজকের এই অবস্থার জন্য আরেক মেরুদণ্ডহীন সাহাব উদ্দিন দায়ী। এটা মানুষের কথা, মানুষের মনের কথা।’

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি থেকে আজও এক চুল পরিমাণ সরে যাইনি। হেফাজতের উত্থান কীভাবে হয়েছে আপনারা জানেন। আওয়ামী লীগের অপরাজনীতির কারণে তাদের উত্থান। দলের এখন সুসময়। বসন্তের কোকিলদের আনাগোনায় ত্যাগীরা হারিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরো খবর