সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

আর্জেন্টিনায় ছাদখোলা বাসে মেসিদের বিশ্ব জয়ের আনন্দ

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২  

আর্জেন্টিনা পৌঁছেছেন তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসিসহ দলের সদস্য। বিজয়ী বীরদের বরণে সেখানে প্রস্তুত লাখ লাখ মানুষ।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দেশটির এজেইজা বিমানবন্দরে পৌঁছায় মেসি বাহিনী।

দেশে পৌঁছেই স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে ছাদখোলা বাসে বুয়েন্স আয়ার্স প্রদক্ষিণে উদযাপনে মাতেন বিশ্বকাপজয়ীরা। এরপর স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক ওবেলিসক চত্বরে রাজসিক সংবর্ধনা দেয়া হবে মেসি-মার্টিনেজদের।

রোববার (১৮ ডিসেম্বর) রাতভর উদযাপনের পর আর্জেন্টিনার বিশ্বজয়ী বীরদের বরণ করে নিতে উৎসবের নগরী এখন গোটা বুয়েন্স আয়ার্স। বিশ্বজয়ীদের বরণ করে নিতে সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই এজেইজা বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় উল্লাসে মাতেন হাজার হাজার মানুষ।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এতটুকুও ভাটা পড়েনি উদযাপনে। নেচেগেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন যে যার মতো। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায় তাদের। এ উৎসব বিশ্বজয়ের। এ উৎসব স্বপ্ন পূরণের। এ উৎসব ৩৬ বছরের অপেক্ষার অবসানের।

সোমবার স্থানীয় সময় সকালে কাতার থেকে বুয়েন্স আয়ার্সের উদ্দেশে যাত্রা করের লিওনেল স্ক্যালোনি ও তার দল। বিমানে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও পোস্ট করেন মেসি- দি মারিয়ারা। কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার স্থানীয় সময় মধ্যরাতে দেশে পৌঁছান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই বিভাগের আরো খবর