বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

‘আমরা স্বাধীন হয়েছি, কিন্তু শোষণমুক্ত সমাজ গড়তে পারিনি’

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

স্বাধীনতার ৫০ বছর পরও বাঙালি জাতি এখনো বৈষম্যের ঊর্ধ্বে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


জিএম কাদের বলেন, আমরা সংগ্রাম করেছি, স্বাধীন হয়েছি, কিন্তু শোষণমুক্ত সমাজ গড়তে পারিনি। আমাদের দেশে সরকারি দল ও অন্য দল, ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার আগে দেখেছি আমাদের সম্পদ লুণ্ঠন করা হতো। পাকিস্তানিরা আমাদের সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সমৃদ্ধ করাতো। সেসব নিয়ে সোচ্চার ছিলাম। এখন দেশের টাকা পাচার হচ্ছে। নথিপত্রসহ সেসব খবর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনসহ নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

জিএম কাদের বলেন, কাজেই আমরা মনে করি আমাদের সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। সামনের দিনে সেই রকম বাংলাদেশ দেখতে চাই, যার জন্য লাখো শহীদরা জীবন দিয়েছেন। আমাদের সেই বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়তে হবে।

এই বিভাগের আরো খবর