রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৫

আফগানিস্তানে ভারী তুষারপাত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

ভারী তুষারপাতে বিপর্যস্ত আফগানিস্তান। বরফে ঢেকে গেছে অনেক রাস্তাঘাট, বাড়ির ছাদ। গত তিন দিনে ব্যাপক তুষারপাতের ফলে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে ও প্রায় ৩০ জন আহত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

তুষারপাতের জের দেশটির বালখ, ফারইয়াব, সার-ই-পুল, জৌজান, হেরাত, ঘোর, কান্দাহার, বামিয়ান, ফারাহ, হেলমান্দ, নূরিস্তানসহ প্রায় সব প্রদেশে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে বলে উল্লেখ করেছে তোলো নিউজ।

বালখ এবং ফারইয়াব প্রদেশে প্রায় ১০ হাজার গবাদিপশু মারা গেছে এ আবহাওয়ায়।

সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘খুব ভারী তুষারপাত চলছে। মানুষজন তাদের গবাদি পশুর ক্ষতির কারণে উদ্বিগ্ন। অনেক রাস্তাতেই ভারী তুষারপাতের কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।’ স্থানীয় আরেক বাসিন্দা আমানুল্লাহ এমন দুর্যোগ পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়ে বলেন, ‘যারা আটকা পড়েছে তাদের ক্ষুধার্ত গবাদি পশুদের জরুরি সহায়তা প্রয়োজন।’

এদিকে এমন পরিস্থিতিতে আফগানিস্তান সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই কমিটি গবাদি পশুর মালিকদের ক্ষতি মোকাবিলায় বিশেষভাবে কাজ করবে। এছাড়া বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব এবং হেরাত প্রদেশে ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিকদের জন্য পাঁচ কোটি আফগানি বরাদ্দ করেছে আফগান সরকার।

এই বিভাগের আরো খবর