সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদযাত্রা করবে পার্থ’র বিজেপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা করবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালন করবে দলটি।

পার্থ জানান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি আগামীকাল একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে পদযাত্রার আয়োজন করেছে। বেলা ১১টায় নয়াপল্টন ইস্টার্নভিউয়ে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় হতে এ পদযাত্রা শুরু হবে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

এই বিভাগের আরো খবর