শনিবার   ১২ এপ্রিল ২০২৫   চৈত্র ২৮ ১৪৩১   ১৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৯

আজকের দিনটা শুধু প্রেমিকদের

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে ভালোবাসার সম্পর্ক হলো অধিক মধুময়। একটি সম্পর্কে একজন বয়ফ্রেন্ড বা প্রেমিক-ই হয়ে ওঠেন মেয়েটির ভালোবাসার মানুষ, ভরসার জায়গা, বেস্ট ফ্রেন্ড।

আজকের দিনটা শুধু প্রেমিকদের (বয়ফ্রেন্ড) জন্য। হ্যাঁ, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ ৩ অক্টোবর। এ দিন প্রেমিকারা উপহার দিয়ে মনে করিয়ে দেন, তারা কতটা ভালোবাসেন তাদের প্রেমিককে। ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেমিককে আজ দিনটি স্মরণ করিয়ে দেন প্রেমিকারা।

পৃথিবীর সব প্রেমিকার কাছে তার প্রেমিক বন্ধুর চেয়ে বেশি কিছু, আবেগ ও ভরসার স্থান। প্রেমিক হওয়া কিন্তু সহজ নয়। কেবল মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখানো নয়, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকরভাবে পাশে থাকা, দমে যাওয়ার মুহূর্তে সাহস জোগানো সত্যিকার প্রেমিকের কাজ।

প্রেমিক পুরুষ বাহ্যিকভাবে হয়তো সুদর্শন নাও হতে পারেন, কিংবা হয়তো তিনি ছন্নছাড়া, বোহেমিয়ান কিন্তু এসব তার অযোগ্যতা নয়। কে জানে, তিনি হয়তো আপনাকে ভালোবাসার ক্ষেত্রে শতভাগ সৎ!

এখন প্রশ্ন হলো- বয়ফ্রেন্ড দিবস কীভাবে উদযাপন করবেন? চাইলে কিছু সময় আড্ডা দিতে পারেন, কোনো কফিশপে বসে কফি খেতে পারেন। কিংবা ক্যাম্পাসে বসে গল্প-গুজবে কিছুটা সময় কাটাতে পারেন। তবে, যেহেতু তিনি প্রতিদিন আপনার ছোট ছোট কাজ করে দেন, তাই আজ তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। হয়তো আপনার প্রশংসায় তিনি অনেক খুশি হবেন।

আবার তার হাতে ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন। বই, ডায়েরি, মগ- এসব উপহার দিতে পারেন। চাইলে তাতে কিছু খোদাই করেও দিতে পারেন। এছাড়া তাকে পারফিউম দিতে পারেন, ঘড়ি দিতে পারেন- আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। দেখবেন তিনি খুশি হবেন। এই খুশিটাই তো আসল, উপহার কত বড় সেটা তো আপেক্ষিক।

২০১৪ সাল থেকে এ দিনটিকে প্রেমিক (বয়ফ্রেন্ড) দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে এটার জনপ্রিয়তা পেয়েছে ২০১৬ সালের পর। বর্তমানে বিশ্বব্যাপী দিনটি নানা আয়োজনে পালন করেন প্রেমিকারা।