রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৩

আজ দেশে আসছে চীনের দেয়া ৬ লাখ টিকা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২১  

 

করোনায় বিধ্বস্ত পুরো পৃথিবী। বাদ যায়নি বাংলাদেশও। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাসে। আবার অনেকে যোগ দিচ্ছেন মৃত্যু মিছিলে। এমতাবস্থায় দেশের করোনা মোকাবিলায় টিকার ব্যবস্থা করেছে সরকার। এদিকে বাংলাদেশকে ৬ লাখ টিকা উপহার দিচ্ছে চীন সরকার। এই টিকা আজ রোববার (১৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানা গেছে।

শনিবার (১২ জুন) রাতে বাংলাদেশ থেকে টিকা আনতে চীনে গেছে দুটি সি-১৩০জে বিমান। ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। চীন সরকারের উপহারের এসব টিকা বিমানে বহন করে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। নয় দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়। গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।

পরে চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

এই বিভাগের আরো খবর