মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৮

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাদেশের জনগণ জেগে উঠেছে। অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দলটি। তিনি বলেন, তাদের এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় থাকতে হচ্ছে। এ সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সবদল একমত হয়েছে। তারা ১০ দফা কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন সফল করবে। তাই অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আগামী শনিবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর কৃষকদল। ডা. শাহাদাত বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বর্তমান সরকার মানুষকে জিম্মি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের অসহনীয় দামে অতিষ্ঠ জনজীবন। সরকারের প্রতি মানুষের আস্থা নেই। আমাদের গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, সার্বভৌমত্ব নেই। দেশের মানুষ বুঝতে পেড়েছে। আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না।

চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামাল পাশা নিজামীর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর। এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষকদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক নাজু, সাবের আহমদ টারজান, সরওয়ার উদ্দিন সোহেল, মো. জসিম উদ্দিন, মো. ছিদ্দিক মিয়া, রাসেদুজ্জামান খোকন, ওহিদুল আলম কাকন, মো. জাহাঙ্গীর ও মনিরুজ্জমান বাবুল প্রমুখ।

এই বিভাগের আরো খবর