সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫০

অসহায় ব্যক্তির চায়ের দোকান জবরদখলের উদ্দেশ্যে তালা,থানায় অভিযোগ

নজরুল ইসলাম,গাজীপুর উত্তর

প্রকাশিত: ১ জুন ২০২৪  

দীর্ঘ ২৫ বছর ধরে সরকারী জমির উপর ছোট্ট টিনের খুপরি ঘরে, চা বিক্রি করে আসছেন মফিজ উদ্দিন। কিন্তু হঠাৎই প্রভাবশালী মহলের জবর দখলের শিকার হলো, অসহায় হতদরিদ্র মফিজের জরাজীর্ণ চায়ের দোকান। চুলায় পানি ঢেলে  চায়ের দোকান থেকে চা ব্যবসায়ী মফিজকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি। এমনই এক বর্বরতার ঘটনা ঘটে, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারে।

এই ঘটনায় ভুক্তভোগী মফিজ উদ্দিন বাদী হয়ে গত বুধবার শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, গোসিংগা ইউনিয়নের গোসিংগা পূর্বপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (৪২) খোজেখানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ইলিয়াস  আলী (৪০) । অভিযোগের বিষয়ে ভুক্তভোগী মফিজ উদ্দিন বলেন,  বিবাদীগণ বহুদিন ধরে  আমার চায়ের দোকানটি জোরপূর্বক জবরদখল করে নিবে বলে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। বেশ কিছুদিন যাবৎ আমি অসুস্থ থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকি।

 এ সময় দোকান চালানোর ভার দিয়ে যাই আমার এক আত্মীয় কে। কিন্তু হঠাৎই গত মঙ্গলবার বিবাদীদ্বয় দোকানে এসে আমার আত্মীয় কে বিভিন্ন ধরনের ভয়-ভীতির কথা এবং দোকান বন্ধ রাখার কথা বলে চলে যায়। বিষয়টি জানার পর এবং বিবাদীদের এ রূপ হুমকির কারণে আমি অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়িতে চলে আসি এবং প্রতিদিনের ন্যায় দোকানে যাই। গত বুধবার বিকেল চারটার দিকে দোকানে গেলে অভিযুক্তরা আমার দোকানে এসে চুলায় পানি ঢেলে আমাকে দোকান থেকে বের করে  তালা লাগিয়ে দেয়। 

বিষয়টি তাৎক্ষণিক বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানাই। এদিকে এমন ঘটনায় খোভ প্রকাশ করেছেন বাজার ব্যবসায়ীদের অনেকেই। কারো রিজিকে এভাবে আঘাত করা একজন বাজার কমিটির সভাপতির কাজ হতে পারেনা বলে মন্তব্যও করেছেন পরিচয় দিতে অনিচ্ছুক অনেকেই। 

বাজারে সরকারী জমির উপর চায়ের দোকান ভেঙে বহুতল ভবন নির্মাণের আশায় এই জবরদখল করছে বলে জানায় ভুক্তভোগী মফিজ উদ্দিন। দোকানে তালা লাগানোর ঘটনায় অভিযোগ কেনো দেয়া হয়েছে,সেই আক্রোশে আবারও হুমকি ধামকি দেয় অভিযুক্তরা।

তার দাবী বড়লোকরা বা নেতারা যদি একাধিক মার্কেট দোকান পাটের মালিক হতে  পারে সরকারী জমি দখল করে তাহলে আমি কেনো চা বিক্রি করে সংসার চালাতে পারবো না! উল্লেখ্য বাজারে সরকারি জমির উপর বহুতল নির্মিত ভবনের একাধিক মালিকানা থাকা সত্ত্বেও জবরদখল করে নিচ্ছে আরও নতুন ভবন নির্মানের আশায়। যেখানে প্রতি দোকান বাবদ মোটা অংকের  সিকিউরিটি ও ভাড়া নিচ্ছে সরকারি জমি নিজেদের দখলে রেখে। মফিজ উদ্দিন চা বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু দুইদিন ধরে দোকানে তালা লাগানোর কারনে উপার্জন বন্দহয়ে ঘরে বসে মানবেতর দিনপার করছে তার পরিবার।  সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের কাছে বিচার চাইছেন ভুক্তভোগী মফিজ উদ্দিন।

অভিযোগের বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে। 

এই বিভাগের আরো খবর