সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

অর্থ বছরের শুরুতেই পেছালো রপ্তানি

তরুণ কন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

 

করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন চলছে। লকডাউনের মধ্যেই শেষ হয়েছে ২০২১-২২ অর্থ বছরের প্রথম মাস জুলাই। গত অর্থ বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ১১ দশমিক ১৯ শতাংশ রপ্তানি কমেছে।

মঙ্গলবার (০৩ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সদ্য জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে ৩৪৭ কোটি ডলার আয় করেছে বাংলাদেশ। এই মাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৭২ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৮৫ শতাংশ কম রপ্তানি হয়েছে।

জুলাইয়ে ৩০০ কোটি ডলারের উভেন ও নিট পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু রপ্তানি হয়েছে ২৮৮ কোটি ডলার। গত অর্থবছরের একই মাসের তুলনায় ১১ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ৪ শতাংশ পিছিয়ে আছে পোশাক রপ্তানি। নিটপণ্যে ৫ শতাংশ এবং উভেন পণ্যে ১৭ শতাংশ পিছিয়ে আছে।

এই বিভাগের আরো খবর