বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪  

যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি নারীকে আটক করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে তাদের আটক করার হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আটককৃতরা হলেন, মৃত আলম হাওলাদারের মেয়ে শারমিন আক্তার (৫৩), কামরুল হাসানের মেয়ে তানজিলা আক্তার (১৬) ও সানজিদা আক্তার (১৫)। তারা কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আব্দুল হাদী এলাকার বাসিন্দা। 

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন আজ বুধবার সকালে  রুদ্রপুর সীমান্ত দিয়ে তিন নারী অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি দল ওই সীমান্তের কাছাকাছি অবস্থান করেন। তারা জানতে পারেন তিনজন নারী সীমান্তের মাঠের মধ্যে একটি ডিপ মেশিন ঘরে অবস্থান করছে। পরে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। 

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান বলেন, অবৈধভাবে ভারতের যাওয়ার সময় তিনজন বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর