বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৬ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৪

অপহৃত মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করেছে টংগী পশ্চিম থানা পুলিশ

রায়হান মৃধা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১  

গাজীপুর মহানগর সদর থানার পিবিআই অফিসের পিছনের জঙ্গল থেকে সোমবার রাতে অপহৃত মাদ্রাসার ছাত্র হেদায়েতুল্লা (১৪) কে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

টংগী পশ্চিম থানা পুলিশ জানায়, টঙ্গীর মিলগেইট এলাকা থেকে রোববার কয়েকজন অপহরণকারী হেদায়েতুল্লাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরনকারীরা তার পরিবারের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। অপহৃত ছাত্রের মা হেলেনা বেগম মুক্তিপনের টাকা জোগার করতে না পেরে নিরুপায় হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলমের দিকনির্দেশনায় এস আই মেহেদী হাসান ও এ এস আই জাবেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত ছাত্র  টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় বসবাস করে। মো: হেদায়েতুল্লাহ টঙ্গীর অলিম্পিয়া মতি মসজিদ মাদ্রসায় হেফজ বিভাগের ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ মো: শাহ্ আলম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

এই বিভাগের আরো খবর