রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪   ভাদ্র ২৩ ১৪৩১   ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৯

অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি টাকা আয়

ফিচার ডেস্ক    

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩  

আয়ের নানান পথ বেছে নেন অনেকে। কেউ সৎ পথে কেউবা বেশি আয়ের জন্য অসৎ পথ বেছে নেন। তবে কিছু মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম না করে শুধু বুদ্ধি খাটিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। যাদের অনেকের কথা আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে।

আজ এমনই এক ব্যক্তির কথা জানাব যিনি অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি কোটি টাকা আয় করেছেন। আমেরিকান বাসিন্দা জোনাথন লি এখনো পর্যন্ত ২৬০০টি মামলা করেছেন। মামলাগুলোর মধ্যে একাধিক মামলায় জিতেছেন আর ক্ষতিপূরণ হিসেবে কোটি কোটি টাকা আয় করেছেন।


প্রথম জীবনে তিনি মামলা দায়ের করেছিলেন নিজের মায়ের নামে। অভিযোগ করেছিলেন তার প্রতি অবহেলা করেছেন মা। সেই মামলায় জিতেও যান, টাকাও পান মোটা অঙ্কের। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জোনাথন ২০ হাজার মার্কিন ডলার পান। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জিতে যাওয়ার পরই মামলা দায়ের করে টাকা আয়ের দিকে ঝোঁকেন জোনাথন।

একের পর মামলা দায়েরের পর্ব চলতে থাকে। বাদ পড়েননি কেউ। জোনাথন মামলা দায়েরের জন্য বেছে নেন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পুলিশ অফিসার, প্রতিবেশী, হবু স্ত্রী, কোর্টের বিচারককেও। এমনকি জর্জ ডব্লিউ বুশের নামেও মামলা ঠুকেছেন জোনাথন।

এখন পর্যন্ত ২৬০০ মামলা দায়ের করেছেন জোনাথন। আর যেসব মামলায় জিতেছেন সেইগুলোর থেকে ক্ষতিপূরণ হিসেবে এখন পর্যন্ত আয় করেছেন ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৯০ লাখ ৮৩ হাজার টাকা।

বিশ্বের সবচেয়ে বেশি মামলা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তোলেন জোনাথন। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মামলা দায়ের করা ব্যক্তি হিসেবে জোনাথনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


তবে এই রেকর্ডের জন্য জোনাথন গিনেস বুক অব রেকর্ডসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগ করেছিলেন, অনুমতি ছাড়াই রেকর্ডসে লেখা হয়েছে তার ব্যক্তিগত জীবন যা আইনের পরিপন্থী। এই মামলাতেও ক্ষতিপূরণ হিসেবে তিনি জিতে নেন ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ লাখ ৯৪ হাজার ২৭০ টাকা।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরো খবর