রোববার   ০৬ এপ্রিল ২০২৫   চৈত্র ২২ ১৪৩১   ০৭ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৩

অগ্রদূত মাঠ থেকে দখলদারদের উচ্ছেদের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

রাজধানীতে অবৈধ দখলদারদের কাছ থেকে মিরপুর-১২ নম্বরের পল্লবীর ‘ডি’ ব্লকের অগ্রদূত খেলার মাঠ উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

সোমবার (১৯ আগষ্ট) সকালে রাজধানীর মিরপুর-১২ নম্বরের খেলার মাঠ সংলগ্ন সড়কে মানবন্ধন করে স্থানীয় বাসিন্দারা।

 
অগ্রদূত সমাজ কল্যাণ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন সংগঠনটির আহ্বায়ক মো: তৌহিদুর রহমান মানবন্ধনে বলেন, ২০২২ সালের ৩০ মার্চ স্থানীয় আওয়ামীলীগ নেতা, ভূমিদস্যূ আ:মান্নান অস্ত্রধারী পুলিশের সহযোগিতায় ২ টি বুলডোজার ও ৪ টি ডাম্পট্রাক সহকারে এসে মাঠটির চারপাশের দেয়াল ও ভাষা শহীদ স্মরণে শহীদ মিনারটি ভেঙে গুড়িয়ে দেয়। মাঠ দখল করে পরে সেখানে অবকাঠামো নির্মাণ করা হয়।  

অথচ প্রায় অর্ধশত শতাব্দি ধরে স্থানটিতে শিশু, কিশোররা খেলাধুলা করে। ভূমি ম্যাপে স্থানটি মাঠ হিসেবে চিহ্নিত।

এসময় তিনি আগামী ৭ দিনের মধ্যে মাঠে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর