সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী হত্যার ৩ দিনেও গ্রেপ্তার নেই

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ঢাকার সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বখাটের উপর্যুপরি ছুরিকাঘাতে স্কুলছাত্রী নীলা রায় হত্যার তিন দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি কেউ। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সেলিম পালোয়ান নামের মূল অভিযুক্ত মিজানের এক সহযোগীকে। সেলিমের বাড়ি সাভার পৌরসভার পালপাড়া এলাকায়।

আজ বুধবার সকালে মানিকগঞ্জের আরিচা থেকে সেলিমকে আটক করা হয়। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সময় সেলিম পালোয়ান ঘটনাস্থলে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সন্ধানে অভিযান চলছে।

এদিকে আলোচিত এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে‌ ছায়া তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে হত্যাকাণ্ডের বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার আগে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল কি না সেটিও নিশ্চিত হতে ভিসেরা ও বিএনএফ পরীক্ষা চলছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

তবে আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছেন মামলার বাদী ও নিহত স্কুলছাত্রীর বাবা নারায়ণ রায়। তিনি জানান, বখাটেদের পক্ষ থেকে প্রচ্ছন্নভাবে তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা আসামিদের হাতের নাগালে আনার চেষ্টা করছেন। অল্প সময়ের মধ্যেই তারা আসামিদের গ্রেপ্তারে খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও জানান তিনি।

এদিকে মামলার মূল অভিযুক্ত মিজান যে কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। পুলিশ বলছে, বখাটে মিজান চিহ্নিত একজন মাদকসেবী ছিল। মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়ে  সে আবার মাদকাসক্ত হয়ে ওঠে।

গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়ের সামনে থেকে স্থানীয় এ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী নীলা রায়কে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান।

এ ঘটনায় মিজানের ছাড়াও তার মা-বাবাকে আসামি করে মামলা করার পর থেকেই পলাতক রয়েছে সবাই।