মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

সলিমপুরে ২০০ পরিবারের মাঝে দেশী হোপ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

চট্টগ্রাম

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

চট্টগ্রাম সীতাকুণ্ডের সলিমপুরে অসহায়, দুস্ত ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশী হোপ ফাউন্ডেশন বাংলাদেশ। ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। ২৯ আগস্ট সকাল ১১টায় সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাটস্থ ডাঃ শেখ নুরুল আনোয়ার বাড়ী প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।     
প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, দেশী হোফ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে সারাদেশে ত্রাণ বিতরণে যে ভূমিকা রেখে যাচ্ছে তা প্রশংসার দাবীদার। এধরনের চ্যারিটি সংগঠন আমাদের দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখছে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি। এসময় দেশী হোপ ফাউন্ডেশন এর কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ আরিফ উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেতার ও টেলিভিশন শিল্পী কায়সারুল আলম, ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গোলাম খালেক, সীতাকুণ্ড কৃষক লীগ নেতা শেখ সাইফুদ্দীন খালেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের যুন্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি,  মেজবাহ খালেদ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মামুনুল হক সুমন, আব্দুল জব্বার , মোহাম্মদ বেলাল, আব্দুর রহমান, মোজাহেদুল ইসলাম, রহমত উল্লাহ্‌ , ওয়াহিদুর রহমান পাপ্পু , মোহাম্মদ সাদ্দাম হোসেন।