যাত্রাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর কুতুবখালী এলাকায় অভিযান করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নয়ন হোসেন (১৮) ও কামরুল হাসান (২৮)।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) বলেন, যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট রাত ১২.১৫ কুতুবখালীস্থ রিদম হোটেল এর সামনে অভিযান করে দুই মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।