সঙ্গী কর্মক্ষেত্রে আপনার চেয়ে এগিয়ে?
নিউজ ডেস্ক
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার

বিয়ের মাত্র একবছর হতে চললো জিতু আর উর্মির। ভালোবেসে বিয়ে, দুজনে প্রতিষ্ঠিত হয়েই তবে বিয়ের সিদ্ধান্ত নেয়। পেশাগত জীবনে কেউ কারো থেকে পিছিয়ে নেই। বরং উর্মিই জিতুর চেয়ে কিছুটা প্রতিষ্ঠিত, সেটা পদবি বা বেতন- সবদিকেই। তার কাজের দক্ষতা আর আত্মবিশ্বাসও দিন দিন বাড়ছে। এতে করে জিতুর মনের মধ্যে কিছুটা হীনমন্যতা কাজ করছে কিছুদিন থেকেই।
কর্মক্ষেত্রে উপরে উঠার সুযোগ এলে তা হেলায় হারালে চলে না। কিন্তু তা আপনার সঙ্গীর অর্জনকেও ম্লান করে দিতে পারে। বিশেষ করে নারী যদি তার স্বামীর চেয়ে এগিয়ে থাকে, সমস্যাটা বেশি হয়। সঙ্গীর বড় অর্জনকে সহজভাবেই মেনে নেওয়ার মানসিকতা সবার থাকে না। মানসিক নিরাপত্তাহীনতা তৈরি হয়। আপনার সঙ্গীও তেমন হলে কী করবেন আপনি?
প্রথমেই যোগাযোগের দিকে খেয়াল রাখুন
যোগাযোগ মনের প্রথম দরজা। কারো মানসিকতা বুঝতে হলে আগে যোগাযোগ রক্ষা জরুরি। আবেগ-অনুভূতি, কর্মক্ষেত্রের কথা, ব্যক্তিগত মতভেদ এর মাধ্যমেই বোঝা যায়। আর যোগাযোগে ঘাটতি পড়লে যেকোনো সম্পর্কেই চিড় ধরে। আপনার সঙ্গী যদি আপনার চেয়ে একটু অপেক্ষাকৃত কম সফল হলে এক্ষেত্রে বিপদ। মানসিক নিরপত্তাহীনতা আপনার সঙ্গীকে আপনার মনের অজান্তে কুরে কুরে খাবে। এই সমস্যা হলে দুজনের যোগাযোগটা বাড়ান। ব্যস্ততার অজুহাতে তাকে না এড়িয়ে তাকে যথেষ্ট প্রাধান্য দিন।
আপনার সফলতা মানেই তার ব্যর্থতা নয়
একজন সফল মানেই যে সঙ্গী বিফল, ব্যাপারটা অবশ্যই তা না। যে যার পছন্দ আর সুযোগমতো কাজে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতেই পারে। এই পরিস্থিতিতে দুজনের মধ্যে তুলনা নিয়ে আসা অমূলক। এটা সম্পর্কের জন্য সুফল আনে না। যদি ভুলেও আপনি সঙ্গীকে সারাক্ষণ বোঝাতে থাকেন যে আপনি তারচেয়ে ভালো অবস্থানে আছেন, তাহলে শুধরে নিন। এতে করে আপনি নিজেই সম্পর্কটাকে নষ্ট করছেন।
সংসার, কর্মক্ষেত্রকে মেলাবেন না
ঘরের সব সিদ্ধান্তে আপনার সঙ্গীর সমান অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করুন। কেননা সংসারটা সমানভাবে তারও। আর তাই আপনি ভালো জানেন বলে তার সিদ্ধান্ত এবং চিন্তাগুলোকে ছোট করে দেখবেন না। কর্মক্ষেত্রের ব্যাপারগুলো যাই হোক না কেন, নিজ ঘরের ভেতর আপনার দুজনের গুরুত্ব সমান। তাই এখানে সব কিছুতে সমান অংশগ্রহণ বা কর্তৃত্ব থাকবে।
আর্থিক বিষয়েও সাবধান
কিছু ক্ষেত্রে অর্থ অবশ্যই অনর্থের মূল হয়ে বসতে পারে। আপনি আপনার কর্মক্ষেত্রে বেশি সফল বলে সংসারে বেশি আর্থিক অবদান রাখতে পারছেন। এবং এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনার সঙ্গীর অবদানও ভুলে গেলে চলবে না। কোনোভাবে যদি আর্থিক বিষয়গুলো ঝামেলা হয়ে দাঁড়িয়ে যায় তাহলে সঙ্গীর অভিমত মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের বক্তব্যও তার সামনে যুক্তিসংগত ভাবে তুলে ধরুন। সবশেষে সবকিছু মিলেমিশে সমস্যার সমাধান করুন।