শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যান্সারে আক্রান্ত সাফায়েত উল্লাহকে বাঁচাতে সাহায্যের আবেদন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

কুমিল্লার মনোহরগঞ্জ কলেজের প্রভাষক শাফায়েত উল্লাহ মজুমদার ২০১৭ সাল থেকে ইউরিনানী ব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। প্রাথমিক পর্যায়ে দেশ ও ভারতে চিকিৎসা নিয়ে তিনি অনেকটাই সুস্থ্য হয়েছিলেন। তখনকার ব্যয়বহুল চিকিৎসার খরচ চালিয়েছেন সহায় সম্পদ বিক্রির অর্থ ও আত্মীয়-স্বজন আর শুভাকাংখিদের অনুদানের টাকায়।

কিন্তু গত এপ্রিল মাস থেকে আবার সমস্যা দেখা দেয় শাফায়েত উল্লাহ মজুমদারের শরীরে। বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর তত্বাবধানে ক্যান্সারের চিকিৎসা চলছে তার।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের এ চিকিৎসা বাবদ তার সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা। ব্যয়বহুল এ চিকিৎসার ব্যয় বহন করা এই কলেজ শিক্ষকের পক্ষে একেবারেই অসম্ভব।

শাফায়েত উল্লাহ মজুমদার তিন সন্তানের জনক। তার বড় মেয়ে সাবিহা তাসনীম লামিয়া লাকসামের নবাব ফয়জুন্নেসা বদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী আর মেঝো মেয়ে সাদিকা নূহা স্থানীয় একটি মাদ্রার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। একমাত্র ছেলে মো. আশরাফুল ইসলামের বয়স তিন বছর।

দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পারিবারিক ভাবে এখন মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তার। বন্ধর উপক্রম কোমলমতি সন্তানদের পড়াশোনা। এ অবস্থায় মরণব্যাধী ক্যান্সারের অবনতি হওয়ায় মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে এই কলেজ শিক্ষকের।

শাফায়েত উল্লাহ মজুমদার বলেন, প্রথম পর্যায়ে চিকিৎসায় মরণব্যাধী ক্যান্সার ভালো না হয়ে আরো অবনতি হয়েছে, এই খবরটি আমার কাছে অনেক যন্ত্রণার। প্রথম চিকিৎসা চালাতে নিজের ও পরিবারের জমানো সঞ্চয়, জমিজমা বিক্রি আর শুভাকাংখিদের অনুদানের টাকায় চালিয়ে নিতে পেরেছি। ঋণ করতে হয়েছে প্রায় ১০ লাখ টাকা। এবার খরচ আরো বেশী। করোনার এই সময়ে কার কাছে হাত পাতবো? তার ওপর যখন ফুটফুটে তিনটি সন্তানের চেহারা সামনে ভেসে ওঠে তখন আর সইতে পারি না। নিরুপায় হয়েই সমাজের বিত্তবানদের সহায়তা দরকার আমার। কথা বলতে বলতে চোখ ভিজে যায় এই কলেজ শিক্ষক শাফায়েত উল্লাহ মজুমদারের।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ক্যামোথেরাপি চালিয়ে নেয়া সম্ভব হয় তাহলে সুস্থ্য হয়ে উঠবেন তিনি।

শাফায়েত উল্লাহ মজুমদারের বিকাশ একাউন্ট নাম্বার ০১৭১২৯০৬৮০৩ (পার্সনাল)। মো. সাফায়েত উল্লাহ, হিসাব নং ১৩৩৬১০০০০৩০২৬ সোনালী ব্যাংক লি:, মনোহরগঞ্জ শাখা।