দেশে করোনা থেকে সুস্থ হলেন ৪০ হাজারের বেশি
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন। এ নিয়ে করোনায় দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৬৪ জন। এখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থতার হার ৩৯ দশিক ২৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশে বর্তমানে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে। এই ল্যাবগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৫৯টি নমুনা। এতে নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৮০৩ জন।
নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী সাতজন।
বয়স বিবেচনায় ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
নাসিমা সুলতানা আরো বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন এবং বরিশাল, ময়মনসিংহ ও রংপুরের একজন করে রয়েছে। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছে ২৪ জন এবং বাড়িতে মারা গেছে ১৪ জন।