করোনা নেগেটিভ, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে মোহাম্মদ নাসিম
সুমন হোসেন
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে থাকা আওয়ামী লীগ নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আরো ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। তবে তার দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম গত আট দিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। মোহাম্মদ নাসিমকে নেয়া হয় লাইফ সাপোর্টে।