মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

কাউন্টার টেররিজমের আয়োজনে ঢাকা কলেজে উগ্রবাদ বিরোধী সংলাপ শুরু

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

 

স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজে জাতীয়  উগ্রবাদ বিরোধী  সংলাপ ২০১৯ শুরু হয়েছে। ৩দিন ব্যাপি উগ্রবাদ বিরোধী  সংলাপের ১ম দিন আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহম্মেদ শুভ উদ্ভাধন করেন।

 ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ডিএমপি এর যৌথ উদ্যোগে  উগ্রবাদ বিরোধী শিক্ষার্থীর সংলাপ ২০১৯এবং সহিংসতার বিরোধী জাতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন স্থান  সেরা ৬০টি কলেজের জাতীয় দল অংশগ্রহণ করে, তার মধ্যে ঢাকার বাহিরথেকে ২০টি টিম অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ডিএমপি এর প্রদান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুল ইসলাম,বিপিএম( বার) পিপিএম (বার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।