৭৩৭-ম্যাক্স বিমান তৈরি বন্ধের ঘোষণা বোয়িংয়ের
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

পরপর কয়েকটি বড় দুর্ঘটনার কবলে পড়ে বোয়িংয়ের ‘৭৩৭-ম্যাক্স’ মডেলের যাত্রীবাহী বিমান। এরপরই এই মডেলের বিমান উড্ডয়ন বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ। যার সরাসরি প্রভাব পড়ে বোয়িংয়ের ওপর। দীর্ঘদিন তদন্তের পর বেরিয়ে আসে বিমানের ত্রুটির কথা। অবশেষে এই মডেলের বিমান তৈরি বন্ধের ঘোষণা দিয়েছে বোয়িং।
সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ‘৭৩৭-ম্যাক্স’ সিরিজের বিমান তৈরি সাময়িক বন্ধ রাখবে বোয়িং।
বোয়িং জানিয়েছে, ৭৩৭ ম্যাক্সের সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনো ক্ষতি হবে না। তবে অর্থনীতিতে ক্ষতি হতে পারে।
শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে ‘৭৩৭-ম্যাক্স’ সিরিজের বিমান। গত নয় মাসে একাধিক দুর্ঘটনা তিন শতাধিক মানুষ নিহত হন। এরপরই বিভিন্ন বিমান পরিচালনা সংস্থা এই বিমান উড্ডয়ন বন্ধ রাখে।
তবে বছরের শেষ দিকে নতুন করে এটির উৎপাদন শুরু করার ব্যাপারে আশাবাদি থাকলেও যুক্তরাষ্ট্রের চাপে এই সিদ্ধান্ত থেকে সরে আসে বোয়িং।