মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ফেইসবুক গ্রুপে ১লাখ মেম্বার ছাড়িয়েছে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম (মার্কেটপ্লেস) ইভ্যালি ডটকম। যাত্রা শুরুর অল্পদিনের মাঝেই ই-কমার্স খাতে দারুণ সাড়া ফেলেছে।

 

গতকাল শুক্রবার ১৪ নভেম্বর, ইভ্যালির ফেইসবুক গ্রুপে ১লাখ মেম্বার ছাড়ায়। এ ব্যাপারে ইভ্যালির ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রাছেল বলেন, গত বছর ১৬ ডিসেম্বর ইভ্যালি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। আর এই ফেসবুক গ্রুপ খোলা হয় এপ্রিলে, এই ৮মাসে ইভ্যালির গ্রুপ মেম্বার ১লাখ ছাড়িয়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মেম্বারদের একান্ত ভালবাসায়। ইভ্যালি এখন দেশের সবচেয়ে বড় ই-কমার্স গ্রুপ। আগামি ১৬ ডিসেম্বর ইভ্যালি তার ১ম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছে। ইভ্যালি কে ভালবাসুন, ইভ্যালির সাথে থাকুন।

 

উল্লেখ্য ইভ্যালি মূলত রিটেইলার ভিত্তিক আবার কাস্টমার ভিত্তিক। রিটেইলাররা এই প্ল্যাটফর্মে তাদের অনলাইন স্টোর খুলে ব্যবসা পরিচালনা করতে পারে। গ্রাহকরা সাধারণত যে সাইট থেকে পণ্য কিনে থাকে। সাধারণত সেই সাইটের সঙ্গেই যোগাযোগ করে থাকেন। এই প্ল্যাটফর্মে গ্রাহকরা চাইলে সেলারদের সঙ্গে যোগাযোগ করেই পণ্য কিনতে পারেন।