উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লালমনি এক্সপ্রেসের অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে দুটি বগিতে আগুন লেগেছে। ইঞ্জিনও পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস আজ বৃহস্পতিবার দুপুর ২টায় উল্লাপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। টেনটি ২ নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢোকার কথা। কিন্তু স্টেশন মাস্টার ১ নম্বর লাইনে সিগন্যাল দিয়ে দেন। এতে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ধরে যায়। ওই আগুন ছড়িয়ে পড়ে আরো দুটি বগিতে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ গজ রেললাইন উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকার সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
এর আগে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।