মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

চালু হলো ‘বিশ্বের প্রথম’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফতোয়া সার্ভিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ধর্মীয় বিষয়ে ইসলামিক নির্দেশনা তথা ফতোয়া দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘ভার্চুয়াল ইফতা’ সার্ভিস ব্যবহার করবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

বিশ্বে এ ধরনের ব্যবস্থা এটাই প্রথম বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গত বুধবার এই ‘ভার্চুয়াল ইফতা’ সার্ভিস চালু করে দুবাই। ফতোয়া দেওয়ার অধিকার রাখেন, এমন ব্যক্তির নির্দেশনাকে ‘ইফতা’ বলা হয়।

এই ‘ভার্চুয়াল ইফতা’ সার্ভিস চালু হওয়ায় ইন্টারনেট চ্যাটের মাধ্যমে প্রশ্নের জবাব পাবেন প্রশ্নকারীরা। এর আগে ইসলামিক বিশেষজ্ঞ ফোনের মাধ্যমে প্রশ্নের জবাব দিতেন।

এ মুহূর্তে সালাহ কিংবা নামাজসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২০৫টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই ‘ভার্চুয়াল ইফতা’।